মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : খালের জলে উঠে এল একটি মস্তবড় ডলফিন। বৃহস্পতিবার বিকেল নাগাদ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার উদবাদলের খালে ডলফিন উঠে আসার খবর ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
এভাবে ডলফিন গভীর সমূদ্রে বা নদীতে মাঝে মধ্যে দেখা মিললেও খালের জলে ডলফিনের দেখা মেলেনি কখনও। তাই খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ছুটে আসেন ডলফিনটিকে দেখতে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খবর পেয়ে বেশ কিছু মৎস্যজীবি জাল নিয়ে ডলফিনটিকে ধরতে তাড়া করতে শুরু করে। তবে মাছটি প্রচন্ড গতিতে দৌড়ানোয় কারও হাতের নাগালে আসেনি। যদিও বিকেলের দিকে মাছটির গতি অনেকটাই কমে এসেছে।
দেখুন ডলফিনের এক ঝলক !
তবে বেশ কিছু সময় বাদে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বনদফতরের কর্মী সহ পুলিশ কর্মীরা। তাঁরাও মাছটিকে উদ্ধারের চেষ্টা চালালেও সন্ধে হয়ে আসায় সেটিকে আর ধরা সম্ভব হয়নি।
সূত্রের খবর, শুক্রবার মাছটিকে পুনরায় উদ্ধারের চেষ্টা চালাবে বনদফতরের কর্মীরা। তার আগে যাতে অন্য কেউ সেটিকে ধরে নিয়ে পালাতে না পারে সেজন্য মাছটির ওপর নজর রেখেছে পুলিশ। মাছটি এখন উদবাদল থেকে বড়বড়িয়ার দিকে ছুটে বেড়াচ্ছে।