পূর্বমেদিনীপুর.ইন : এক মোবাইল চোরকে হাতেনাতে পাকড়াও করে তাঁকে বিবস্ত্র করে বিদ্যুতের খুটিতে বেঁধে বেধড়ক গণধোলাই দিল এলাকাবাসীরা। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের এলআইসি মোড়ের কাছে।
ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে মেদিনী পুর জেলা শাসকের অফিস। তারপরেও প্রকাশ্যে এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পরে খবর পেয়ে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক প্রায় সময় নেশায় বুঁদ হয়ে থাকে। আর তার নেশার খরচ যোগাতে প্রায়শই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটায়৷ শনিবারও এভাবেই মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় ওই যুবক।
এরপরেই স্থানীয়রা আর ক্ষোভ চেপে রাখতে পারেননি। অভিযুক্তকে পাকড়াও করে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুটিতে তাঁকে বেঁধে ফেলা হয়। তারপর বিবস্ত্র করে চলে বেধড়ক প্রহার। পুলওশ অভিযুক্তকে আটক করলেও এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।