পূর্বমেদিনীপুর.ইন : দলবেঁধে ঠাকুর দেখতে বেরিয়েছিল একদল যুবক। কিন্তু তখন কে বা জানত, এই যাওয়াই হবে শেষ যাওয়া। বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে গিয়ে পড়ে প্রাইভেট গাড়িটি। এর জেরে ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার রাত্রি প্রায় ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে এগরা বেতা সড়কের বেলতলার কাছে। মৃতরা হল এগরার বালিঘাইয়ের বারানিধি গ্রামের বাসিন্দা শুভদীপ বর্মণ (২৭), সুব্রত জানা (২২)। অন্যজন ওই থানারই নলগেড়িয়া গ্রামের বাসিন্দা রাজেন্দ্র বর (৪০)। তবে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আশ্চর্যজনক ভাবে একজন প্রাণে বেঁচে বেরিয়ে এসেছেন বলে জানা গেছে।
এগরা থানার ওসি কাশীনাথ চৌধুরী জানিয়েছেন, রাতে দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুকুর থেকে প্রাইভেট গাড়িটিকে উদ্ধার করার পর ভেতরে থাকা ৩ যুবককে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষনা করেন।
সোমবার মৃতদেহগুলিকে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা শোকে পাথর হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় গাড়িচালক শুভদীপ তাঁর নিজের গাড়ি নিয়েই বন্ধুদের সঙ্গে পুজো দেখতে বেরিয়েছিল। কয়েক মাস আগেই তাঁর বিয়ে হয়। এভাবে অকস্মাৎ ৩ জনের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।