পূর্বমেদিনীপুর.ইন : জন্মের ১৬ বছর পরেও মহকুমা আদালত পায়নি পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা। অতি সম্প্রতি জনপ্রিয় বাংলা চ্যানেলে এই খবর সম্প্রসারিত হওয়ার পর নড়েচড়ে বসলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা বিচারকের নেতৃত্বে এক প্রশাসনিক প্রতিনিধি দল প্রস্তাবিত এগরা মহকুমা আদালতের জন্য জায়গা পরিদর্শন করল।
এক লপ্তে প্রয়োজনীয় জমি না পাওয়ার কারণে এগরা মহকুমা আদালতের কাজ আটকে রয়েছে। অতি সম্প্রতি নিউজ টাইমে এই খবর সম্প্রসারিত হয়। মহকুমা তৈরীর ১৬ বছর পরেও মহকুমা আদালত তৈরী না হওয়ায় ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দেন এগরা মহকুমার আইনজীবী ও সাধারণ মানুষ।
এগরা মহকুমা শাসকের কার্যালয় থেকে সামান্য দূরে আট একর জায়গা ঘুরে দেখেন প্রশাসনের প্রতিনিধিদলটি। ওই জায়গাতেই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এগরা মহকুমা আদালত ও এগরা মহকুমা সংশোধনাগার।