মহিষাদল : বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার কেশবপুর জালপাই দঃপল্লীর তেরপেখ্যা নদী ঘাটের কাছে একটি বালি বোঝাই ডাম্পারের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে স্থানীয় এক নাবালিকার। মৃত নাবালিকার নাম শ্রীজিতা পাল (১১)।
বিকেল ৪.৩০টা নাগাদ এই দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায়। উত্তেজিত জনতা ট্রাক সহ বেশ কিছু জায়গায় ভাঙচুর চালায়। গ্রামবাসীদের দাবী ওই এলাকায় অবৈধ বালি খাদান চলছে। যার জেরে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে। তাই বালি খাদান বন্ধের দাবীতে সরব হয়েছেন এলাকাবাসীরা।
খবর পেয়ে মহিষাদল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীরা দীর্ঘক্ষণ মৃতদেহ ও ট্রাকটিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার প্রত্যক্ষদর্শী দীনেশ হাজরা জানিয়েছেন, এদিন বিকেল নাগাদ মেয়েটি সাইকেল নিয়ে তেরপেখ্যা বাজারে এসেছিল।
বাজার থেকে বাড়ি ফেরার সময় সে সাইকেলে উঠতে গেলে সেই সময় বালি বোঝাই ডাম্পারটি ঘটনাস্থলে চলে আসে। এবং মেয়েটি ডাম্পারের পেছনের চাকায় এক্কেবারে পিষ্ট হয়ে যায়। এরপরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁদের দাবী, এলাকার বালি খাদান এখনই বন্ধ করতে হবে। এই মর্মে প্রশাসন ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা মৃতদেহ তুলতে দেবেন না।