মহিষাদল, পূর্ব মেদিনীপুর : সোমবার দুপুর নাগাদ দুই মর্মান্তিক ঘটনার জেরে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকায় প্রাণ গেল দুই যুবকের। একদিকে বেপরোয়া বাইক দুর্ঘটনায় রামবাগ মোড়ের কাছে প্রাণ হারিয়েছে এক যুবক। মৃত যুবকের নাম সঞ্জিত গায়েন ওরফে সাধু (২১)। তাঁর বাড়ি মাসুড়িয়া গ্রামে।
অন্যদিকে রথতলাস্থিত সরকারী ব্যাঙ্কের ঠিক উল্টোদিকে অবস্থিত মিনি ব্রাঞ্চের কর্মী মৃদুল গুমট্যা (৩৫) বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে খবর। তাঁর বাড়ি বাসুলিয়া গ্রামে। বেলা ৩টের পাওয়া খবর অনুযায়ী দুটি মৃতদেহই এই মুহূর্তে মহিষাদলের বাসুলিয়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা প্রায় ১.৩৫টা নাগাদ বাড়ি থেকে মোটর বাইক নিয়ে প্রচন্ড গতিতে মহিষাদলের দিকে আসছিল সঞ্জিত ওরফে সাধু। রামবাগ মোড়ের বাঁক পেরিয়ে আসার পরেই বাইকটি নিয়ন্ত্রণ হারায় এবং কিছুটা এগিয়ে এসে পেট্রল পাম্পের উল্টোদিকের বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মেরে রাস্তার পাশের জমিতে ছিটকে পড়ে ছেলেটি। সেই সময় ঘটনাস্থলের আশেপাশে থাকা কয়েকজন ছেলেটিকে উদ্ধারে ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মহিষাদল বাসুলিয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জীত ভিন রাজ্যে কাজ করত। সম্প্রতি ছুটিতে বাড়ি ফিরেছিল সে। ছুটির আমেজে খাওয়া দাওয়া করতে করতেই মহিষাদল বাজারের উদ্দেশ্যে বাইক ছুটিয়ে আসে সে। পুলিশের প্রাথমিক অনুমান, বাইক সওয়ার সঞ্জীত মদ্যপ অবস্থায় ছিল। সেই সঙ্গে প্রচন্ড গতিতে বাইক ছুটিয়ে আসার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে তাঁর মৃত্যু হয়েছে।
![]() |
মিনি ব্রাঞ্চের কর্মী মৃদুল গুমট্যা |
অন্যদিকে মহিষাদলের রথতলা এলাকায় অবস্থিত সরকারী ব্যাঙ্কের উল্টোদিকে বেশ কয়েক বছর ধরেই মিনি ব্রাঞ্চ চালাচ্ছিল মৃদুল গুমট্যা। তবে পারিবারিক অশান্তি প্রায়শই লেগে থাকত মৃদুলের বাড়িতে। আজ দুপুর নাগাদ অশান্তি চরমে উঠলে বাড়ির মধ্যেই দরজা লাগিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে সে। পরে বিষয়টি জানতে পেরেই দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে জানায়। দুই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।