পূর্ব মেদিনীপুর.ইন : শনিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে নার্সিংহোমে ভর্তি এক রোগীর মৃত্যুর জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকায়। মহিষাদলের তেরপেখ্যা মোড়ের কাছে অবস্থিত সদ্য চালু হওয়া নার্সিংহোমে রোগী মৃত্যুর খবরে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষাদলের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা রওসানা বিবি (৪৫) শনিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন। সেখানে তাকে একটি ইঞ্জেকশান দেওয়া হয় বলে দাবী তাঁর পরিবারের। এর ঠিক এক ঘন্টা বাদেই মৃত্যু হয় মহিলার। খবর পেয়েই নার্সিংহোমের সামনে উত্তেজনায় ফেটে পড়েন এলাকাবাসীরা।
অন্যদিকে উত্তেজনার আঁচ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহিষাদল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে গোটা এলাকা ঘিরে রাখে। এর জেরে হাসপাতালে ভাঙচুর চালাতে পারেনি এলাকাবাসীরা।
তবে ঘটনার প্রকৃত তদন্তের দাবীতে অনড় গ্রামবাসীরা। তাঁদের দাবী, কিছুদিন আগেই উদ্বোধন হওয়া নার্সিংহোমে উপযুক্ত চিকিৎসকের অভাব রয়েছে। চিকিৎসক না থাকায় তাঁর কম্পান্ডারই ইঞ্জেকশান দিয়েছিল বলে দাবী পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp