পূর্বমেদিনীপুর.ইন : রবিবার রাতের দিকে হলদিয়া মেছেদা রাজ্য সড়কের মহিষাদল থানার গয়লা পাড়ার কিছু দূরে একটি প্রাইভেট গাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম দিগন্ত খাঁড়া (৪৩)। তাঁর বাড়ি হলদিয়ার খঞ্জনচক এলাকার কসবাগেড়িয়ায়। এছাড়াও বাইকে সওয়ার অসীম বেরা গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাইকটি হলদিয়ার দিকে যাচ্ছিল।
আর একটি প্রাইভেট গাড়ি আসছিল মহিষাদলের দিকে। পথে বাবুরহাট স্টপেজ থেকে এগিয়ে গয়লা পাড়ার কাছাকাছি বাইকের সঙ্গে প্রাইভেট গাড়িটির ধাক্কা লাগে। এই ঘটনার পর প্রাইভেট গাড়ির চালক পলাতক।
খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাইকে সওয়ার ২ জনকে মহিষাদল ব্লক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা দিগন্ত খাঁড়াকে মৃত বলে জানায়। তাঁর সঙ্গী এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ঘাতক প্রাইভেট গাড়িটিকে আটক করেছে। তার চালকের সন্ধানে তল্লাশি চলছে। সেই সঙ্গে মৃতের পরিবারেও খবর দেওয়া হয়েছে। সোমবার দেহটিকে ময়না তদন্তের পর মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে থানা সূত্রে জানা গেছে।