পূর্বমেদিনীপুর.ইন : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শনিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে মহিষাদল থেকে কাপাসএড়্যা গামী সড়কের চাঁপির কাছে। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুতাহাটা থানার দেউলপোতার বাসিন্দা ওই যুবক এদিন মোটর বাইক নিয়ে কাপাসএড়্যা থেকে মহিষাদলের দিকে আসছিল। পথে রাইস মিলের কাছে উল্টোদিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে প্রচন্ড গতিতে ধাক্কা লাগে বাইকটির।
মোটরবাইকটি রাস্তার উল্টো দিকে ছিটকে গেলেও বাইক চালক সোজা ট্রাকের চাকার তলায় পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিক ভাবে মৃত যুবকের নাম সমরেশ মন্ডল (৩৪) বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটর বাইক ও ডাম্পার দু’জনেই প্রচন্ড গতিতে ছুটছিল।
দুর্ঘটনা পরেই ডাম্পারটি দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালাতে চেষ্টা করে। স্থাণীয়রা খবর দিলে মহিষাদল থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। সেই সঙ্গে মৃত যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া ড্রাইভিং লাইসেন্স দেখে তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ।