
পূর্বমেদিনীপুর.ইন :শনিবার সাতসকালে একটি দ্রুত গতির বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে হলদিয়া মেছেদা রাজ্য সড়কের মহিষাদল থানার আজড়া বাসস্ট্যান্ডের কাছে। মৃত ব্যক্তির নাম ননীগোপাল খানসামা (৫১)।
মৃত ব্যক্তি মহিষাদলের এক্তারপুরের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার খবর পেয়েই মহিষাদল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। ছুটে আসেন ননীগোপালবাবুর পরিচিতজনেরাও। তাঁরাই আহত ননীগোপালবাবুকে উদ্ধার করে মহিষাদল ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল প্রায় ৯.৩০টা নাগাদ সাইকেলে করে যাচ্ছিলেন ননীগোপালবাবু। সেই সময় হলদিয়ার দিক থেকে প্রচন্ড গতিতে ছুটে আসছিল হলদিয়া-ঝাড়গ্রাম বাসটি। আজড়ার কাছে বাসটি ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি।
এই ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।