পূর্বমেদিনীপুর.ইন : পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে পূর্ব মেদিনীপুরের জুনপুটের একটি মাছের ভেড়িতে কাজ করতে এসেছিল কালীপদ মুর্ম (৩২)। শনিবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ মাছের ভেড়ি থেকে উদ্ধার হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ওই যুবকের সঞ্জাহীন দেহ মাছের ভেড়িতে পড়ে থাকতে দেখে। তাঁকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে কালিপদবাবু ওই মাছের ভেড়িতে কাজের জন্য জুনপুটে আসে। শনিবার সকালে মাছের জলে তাঁর দেহ অর্ধেক ডুবে থাকতে দেখে অন্য কর্মীরা।
পরে কাঁথি থানার পুলিশ মৃতদেহটি কাঁথি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশের কথায় ময়না তদন্তের রির্পোট এলে মৃত্যুর প্রকৃত কারন পরিস্কার হবে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp