মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে মদ্যপান করেছিল চালক। আর এর জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটক বোঝাই একটি বাস।
আর এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী। এর মধ্যে ৩ জনের অবস্থায় আশংকাজনক বলে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা জানিয়েছেন, এদিন ভোর ৩টে নাগাদ ধর্মতলা থেকে ছাড়ে যাত্রীবোঝাই বাসটি।
এরপর বাসটি এসে থামে কোলাঘাটের কাছে একটি ধাবায়। আর সেখানেই বাসের চালক ও কর্মীরা মদ্যপান করে বলে যাত্রীদের একাংশের দাবী। এরপর বাস নিয়ে দিঘা যাওয়ার পথে মারিশদার কাছে ১১৬বি জাতীয় সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারায়।
মারিশদার গয়াগিরির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজুলিতে প্রচন্ড গতিতে উল্টে পড়ে। তবে ভাগ্যের জোরে কোনও যাত্রীর জীবনহানি হয়নি। এই ঘটনার পরেই বাসের চালক ও কর্মীরা পালিয়ে যায়।
খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।


——- বিজ্ঞাপন ——-
