পূর্ব মেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুরের রামনগরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম নন্দন দাস (৩১)।
তাঁর বাড়ি রামনগর থানার দেপাল এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই যুবক মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবারের সদস্যদের দাবি। বুধবার রাতে বাড়ির কড়ি কাঠে গামছার ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে নন্দন।
বৃহস্পতিবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখে পরিবারের লোকেরা চিৎকার শুরু করেন। পরিবারের সসদ্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মানসিক অবসাদের কারণে আত্মঘাতী বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃতদেহটি কাঁথি হাসপাতালের ময়না তদন্তের পাঠিয়েছে পুলিশ। রামনগর থানার ওসি সত্যজিৎ চানক বলেন মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তরের জন্য পাঠানো হয়েছে।
তবে কি কারণের যুবক আত্মঘাতী হল তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


