নিউজবাংলা, পূর্ব মেদিনীপুর : রবিবার সকালে কাঁথি ৩ ব্লকের মারিশদা থানার কাখুরিয়াবাড়ে গ্রামে বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বৃদ্ধার মৃতদেহ। মৃত বৃদ্ধার নাম রেহেনী দাস (৭০)। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, রবিবার সকালে বাড়ির সামনে গামছার ফাঁস লাগানো অবস্থায় বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহটি দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার ছেলে শ্রীহরি দাস কর্মসূত্রে কলকাতায় থাকে। বাড়িতে বৌমা তনুশ্রী ও দুই নাতনি থাকত। রবিবার সকালে বাড়ির সামনে গলায় গামছার ফাঁস লাগানোর অবস্থায় তাঁর মৃতদেহটি উদ্ধার হয়।
ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কাঁথি ৩ ব্লকের পঞ্চায়েত সমতির সহ সভাপতি বিকাশ বেজ। পুলিশ মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে। মারিশদা থানার পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রির্পোট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp