পূর্বমেদিনীপুর.ইন : বাজার করে বাড়ি ফেরার পথে মারুতির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক সাইকেল-আরোহী প্যৌঢ়ের। এই মৃত্যুর ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার দুপুরে মারিশদা থানার নাচিন্দা হাইস্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মন্নথ মিশ্র (৭৫)। তাঁর বাড়ি মারিশদা থানার নাচিন্দা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর নাগাদ সাইকেল করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় একটি মারুতি গাড়ি তাঁকে ধাক্কা মারে।
এই ঘটনার জেরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি৷ স্থানীয়রা ছুটে এসে মারুতিকে আটকায় ও আহতকে হাসপাতালে পাঠানোর ব্যব্স্থা করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মারিশদা থানায় পুলিশ।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কাঁথি হাসপাতালের চিকিৎসার জন্য পাঠায়। পুলিশ মারুতি আটক করে থানায নিয়ে যায়। কিছু পরে হাসপাতালের মৃত্যু হয় ওই পথচারির। কাঁথি থানার পুলিশ মৃতদেহটি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।