পূর্বমেদিনীপুর.ইন : মৎস্যজীবির জালে উঠে এল এক ফুটফুটে শিশুর দেহ। বৃহস্পতিবার বেলার দিকে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার পিঠুলিয়া গ্রামে। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে ভীড় জমান এলাকার বাসিন্দারা। তবে কোথা থেকে এল শিশুর দেহ তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে খালের জলে এক মৎস্যজীবি মাছ ধরতে জাল ফেলেন। কিছু সময় বাদে জাল টানতে গিয়ে ভারী কিছুতে জাল আটকে যায়। মৎস্যজীবি ভেবেছিলেন বড়সড় মাছ মিলে গিয়েছে। তড়িঘড়ি জাল টেনে ওপরে তুলতেই দেখতে পান পলি পেপারে বাঁধা একটি পোঁটলা।
আর সেই পোঁটলা খুলতেই চোখ ছানাবড়া হয়ে যায় ওই মৎস্যজীবির। পলি পেপারের ভেতরে ছিল একটি ছোট্ট শিশুপুত্রের মৃতদেহ। কে বা কারা এভাবে দেহটিকে খালে ফেলে দিয়ে গিয়েছে তা এখনও পরিষ্কার নয়।
পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে মারিশদা থানার পুলিশ।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp