মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : যাএী তোলা নিয়ে বচসার জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের কাঁথির সাতমাইল বাজার এলাকায়। এই ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেল নাগাদ বেশ কিছু সময় কাঁথি এগরা রাজ্য সড়ক অবরোধ করলেন অটো চালকেরা।
বৃহস্পতিবার বিকালের কাঁথি এগরা রাস্তার সাতমাইল বাজারের কাছে প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ চলে। এর জেরে একাধিক যাত্রীবাহী বাস সহ ছোট ও বড় গাড়ি দাঁড়িয়ে পড়ে।
এর জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাএী থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সাতমাইল বাজারে যাত্রী তোলা নিয়ে মারুতির সঙ্গে অটো চালকদের বচসা হয়।
এরপর দুইজন হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপর মারুতির চালক তার দলবল নিয়ে এসে অটো চালককে মারধর করে বলে অভিযোগ। এরপর সমন্ত অটো চালকরা কাঁথি এগরা রাস্তার সাতমাইল বাজারের কাছে রাস্তা অবরোধ করেন।
ঘটনার খবর দ্রুত ঘটনাস্থলে হাজির হয় কাঁথি থানার পুলিশ। অরবোধকারী অটো চালকদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। তারপরেই যানচলাচল স্বাভাবিক হয়।


