পূর্বমেদিনীপুর.ইন, রামনগর : অনুষ্ঠান উপলক্ষ্যে মামার বাড়িতে বেড়াতে এসেছিল এক গৃহবধূ। বাড়ির মধ্যে মহিলাকে একা পেয়ে প্রতিবেশী এক যুবক তাঁকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ।
তবে গৃহবধূ চিৎকার জুড়ে দিলে ওই যুবক পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রামনগর থানার নোনাআড়ি গ্রামে। এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর রামনগর থানার পুলিশ অভিযুক্ত আবির রানাকে গ্রেফতার করেছে।
শনিবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছেন, ধৃত যুবকের বাড়ি রামনগরের হলদিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালিসাইয়ের বাসিন্দা গৃহবধূ বর্তমানে দিঘার অলংকারপুরে বসবাস করেন। দিন কয়েক আগে তিনি নোনাআড়ি গ্রামে পুজো উপলক্ষ্যে মামার বাড়িতে এসে উঠেছিলেন।
রামনগর থানার ওসি সত্যজিৎ চানক বলেন, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। যুবতী গৃহবধু ওই যুবকের পূর্ব পরিচিত ছিল কিনা বা ঠিক কি ঘটেছিল এদিন তা খতিয়ে দেখছে পুলিশ।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp