মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : সোমবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের রামনগর থানা এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা পার্টি অফিসের দরজা খুলে আগুন নেভায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগরের গোবরা গ্রাম পঞ্চায়েতের আকনা গ্রামে অবস্থিত তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।
তৃণমূল কর্মীরা জানিয়েছে, আগুন লাগার ফলে পার্টি অফিসে থাকা বেশ কিছু কাগজপত্র, দলের পতাকা, ব্যানার পুড়েছে। তবে সময়ে দেখতে পাওয়ায় আগুন বেশীদূর ছড়াতে পারেনি।
এই ঘটনায় রামনগর থানায় মৌখিক ভাবে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের দাবী, স্থানীয় বিজেপির লোকজন এই ঘটনায় যুক্ত। যদিও বিজেপি নেতা কর্মীরা সাফ জানিয়ে দিয়েছে তাদের দলের কেউই আগুন লাগানোর ঘটনায় যুক্ত নয়।