মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার রামনগর এগরা রাজ্য সড়কের সাবিত্রাপুরের কাছে একটি তেল বোঝাই ট্যাঙ্কার ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ট্যাঙ্কারের চালকের মৃত্যু হয়েছে।
অন্যদিকে ডাম্পারের চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে বালিঘাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃত ও আহতের নাম এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে রামনগর থেকে এগরার দিকে যাচ্ছিল তেল বোঝাই ট্যাঙ্কারটি।
অপরদিকে এগরা থেকে রামনগরের দিকে আসছিল একটি ডাম্পার। সাবিত্রাপুরের কাছে প্রচন্ড জোরে গাড়িদুটির মুখোমুখি ধাক্কা লাগে। এর জেরে দুই গাড়ির চালকই তাঁদের সিটে আটকা পড়ে যান। এই ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয় গুরুত্বপূর্ণ এই রাস্তায়।
খবর পেয়ে রামনগর থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময়ের চেষ্টার পর গ্যাস কাটার দিয়ে তেল ট্যাঙ্কারের চালকের কেবিনের দরজা কেটে চালককে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর বলে জানিয়েছে পুলিশ। ডাম্পার চালকের অবস্থায়ও বেশ সঙ্গীন বলে পুলিশ জানিয়েছে।
কি ঘটেছিল দেখুন ভিডিওটি-
——- বিজ্ঞাপন ——-

——- বিজ্ঞাপন ——-

——- বিজ্ঞাপন ——-