চন্দন বারিক, রামনগর : রবিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুরের রামনগর এগরা সড়কের বাসুলিপাটের কাছে পানীয় জল আনতে বেরিয়ে একটি দ্রুতগতির মোটর বাইকের ধাক্কায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত মহিলার নাম ফুলপরি গিরি (৫৪)। তাঁর বাড়ি দক্ষিণ বাসুলিপাট এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এগরা থেকে আসা একটি দ্রুত গতির মোটর বাইক মহিলাকে সজোরে ধাক্কা মারে।
এর ফলে মাথায় মারাত্মক চোট পান মহিলা। তাঁকে দ্রুত উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রামনগর থানায় একটি ইউডি কেশ রেজিষ্ট্রার করা হয়েছে।