পূর্ব মেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুরের রামনগর থানা এলাকার মইতনার ক্ষিদিরপুর গ্রামে বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক গৃহবধূর ঝুলন্ত দেহ। মৃতের নাম অর্পিতা জানা (২৩)। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা পরিষ্কার নয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার বছর আগে এগরার পানিপারুল গ্রামের অর্পিতার সঙ্গে ক্ষিদিরপুরের শম্ভুর বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করে। কিন্তু তারপরেও পনের দাবিতে গৃহবধু উপর শারিরিক ও মানসিক নির্যাতন করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা।
বুধবার সকালে বাড়ির কড়িকাঠে নাইলন দড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকেরা। অর্পিতার ঝুলন্ত মৃতদেহে দেখে পরিবারের লোকেরা চিৎকার শুরু করেন।
প্রতিবেশীরা ছুটে এসে থানার খবর দেয়। রামনগর থানার পুলিশ গিয়ে বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে। এই মৃত্যুর ঘটনায় মৃতার বাপের বাড়ির তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
রামনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। রামনগর থানার ওসি সত্যজিৎ চানক বলেন, ময়না তদন্তের রির্পোট এলে মৃত্যুর কারন পরিস্কার হবে। ওসি আরও বলেন মৃত গৃহবধুর শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞসাবাদ শুরু হয়েছে।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp