পূর্বমেদিনীপুর.ইন : শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার টিকরা পেট্রল পাম্পের উল্টোদিকের রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। ওই ব্যক্তির হাতে ট্যাটুতে দিব্যেন্দু লেখা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪২ থেকে ৪৫ এর আশেপাশে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়।
রামনগর থানা সূত্রে জানানো হয়েছে, এদিন সকাল ৭টা নাগাদ স্থানীয় ব্যক্তিদের থেকে খবর পেয়ে ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। দেহটি ইতিমধ্যে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাক মুখ থেকে রক্তপাত দেখা গেলেও শরীরে সেভাবে বড়সড় কোনও আঘাতের চিহ্ন নেই।
পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে মৃত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টার পাশাপাশি কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল এবং কোথা থেকেই বা দেহটি ওই জায়গায় এল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই ব্যক্তির বিষয়ে কোনও তথ্য জানা থাকলে দ্রুত রামনগর থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।