চন্দন বারিক, পূর্বমেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুরের রামনগর রেল ক্রসিংয়ের পাশ থেকে এক মৎস্যজীবির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম কালিপদ গিরি (৪৮)। তাঁর বাড়ি স্থানীয় পাহাড়পুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি শঙ্করপুরে একটি লঞ্চের কর্মী ছিলেন। এদিন সকালে রামনগর রেল ক্রসিংয়ের পাশের ঝোপের কাছে ওই ব্যক্তির মৃতদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা।
মৃত ব্যক্তির হাত থেঁৎলে রয়েছে। এছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটির পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে তা ভাবাচ্ছে পুলিশকে। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশের একটি সূত্রের খবর, প্রাথমিক ভাবে ওই ব্যক্তিকে খুন করে কেউ ফেলে দিয়ে যেতে পারে। মৃতের পরিবার সূত্রে দাবী, গত রাতে তিনি বাড়িতে ফোন করে জানিয়েছিলেন তিনি খুব বিপদে রয়েছেন।
তারপর থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যায়নি। আজ মৃতদেহটি উদ্ধারের পর দেখা গেছে শরীরের বিভিন্ন জায়গায় অ্যাসিড জাতীয় কিছু দাগ রয়েছে। ডান হাতটি ভেঙে থেঁৎলে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।