পূর্বমেদিনীপুর.ইন : বুধবার হাওড়া থেকে দিঘা গামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মাথা থেঁতলে যায়। তবে ওই ব্যক্তির কোনও পরিচয় এখনও উদ্ধার হয়নি বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে এদিন সকাল আনুমানিক ৯.৩০টা নাগাদ। স্থানীয়রা জানিয়েছেন, রামনগর ব্রিজের কাছে ওই ব্যক্তি ট্রেন লাইনের ওপর দিয়ে হাঁটছিল। সেই সময় ট্রেনটি চলে এলেও তিনি কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় লাইনের ওপর ছিটকে পড়েন।
এই ঘটনার পর ট্রেনটি বেশ কিছু সময় দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে দিঘা জিআরপি’র পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে স্থানীয়রা ওই ব্যক্তিকে সনাক্ত করতে পারেনি। পরে রেল পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় উদ্ধারের জন্যও চেষ্টা চালাচ্ছে তারা। মৃতদেহটি উদ্ধারের পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।