পূর্ব মেদিনীপুর.ইন : পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার মেছেদা টেলিফোন এক্সচেঞ্জ গ্রাহক পরিষেবা কেন্দ্রের মধ্যে থেকে নিরাপত্তারক্ষীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ মন্ডল (২৪)।
তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং থানার লোকটিপ গ্রামে। বুধবার রাতে তাঁর সহকর্মীরা ওই যুবককে অফিস ঘরের তিন তলায় তাঁর নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ। পুলিস সূত্রে জানা গেছে, ছেলেটি তিনতলার ঘরে একাই থাকত। গতকাল রাতে তাঁকে দেখতে না পেয়ে সহকর্মীরা ওপরে গিয়ে ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এরপরেই তারা পুলিশে খবর দেয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক আত্মহত্যা করেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করার পাশাপাশি বৃহস্পতিবার মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য তমলুক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
——- বিজ্ঞাপন ——-

——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-
——- বিজ্ঞাপন ——-
