নিমতৌড়ি, পূর্বমেদিনীপুর.ইন : বিস্তীর্ণ ময়না বিধানসভার পাশাপাশি নন্দকুমার বিধানসভা এলাকার কিছু অংশের সঙ্গে সড়কপথে পূর্ব মেদিনীপুর জেলা সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম হল নিমতৌড়ি থেকে শ্রীরামপুর গামী সড়কটি। কিন্তু দীর্ঘদিন ধরেই এই রাস্তায় বিশাল বিশাল গর্তে পড়ে বিপদের মুখে পড়তে হয় সাধারণ মানুষদের।
নিমতৌড়িতেই রয়েছে জেলা শাসক ও জেলা পরিষদ ও পুলিশ সুপারের প্রশাসনিক ভবন। অথচ তার কয়েক হাত দূরেই এই বেহাল রাস্তাটি দীর্ঘদিনেও নজরে আসেনি প্রশাসনিক কর্তাব্যক্তিদের। প্রায়শই এই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে মোটরবাইক থেকে ভারী যানবাহন। মানুষের চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে রাস্তাটি। অগত্যা বিষয়টি প্রশাসনের নজরে আনতে শুক্রবার বাধ্য হয়েই পথে নামেন এলাকাবাসীরা।
সাত সকালে নিমতৌড়িতে শ্রীরামপুর গামী সড়কের প্রবেশপথ বাঁশ দিয়ে ঘিরে দেয় বিক্ষোভকারীরা। দীর্ঘ প্রায় ২ ঘন্টা অবরোধের জেরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তমলুক থানার পুলিশ। পুলিশ আশ্বাস দিয়ে জানায়, বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে। এরপরেই অবরোধ উঠে যায়।
তবে আন্দোলনকারীরা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আবারও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।