পূর্বমেদিনীপুর.ইন : একটি ষাঁড় চুরি হয়ে যাওয়ার অভিযোগকে ঘিরে তুলকালাম কান্ড ঘটে গেল পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার ঘাটুয়া এলাকায়। ষাঁড়টিকে খুঁজে আনার দাবীতে মঙ্গলবার বেলার দিকে প্রায় ঘন্টা দুয়েক ধরে দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসীরা।
এই ঘটনার জেরে ব্যাপক যানজট হয়ে যায় গুরুত্বপূর্ণ এই রাস্তায়। স্থানীয় সূত্রে খবর এদিন সকালে প্রায় ৮.৩০টা থেকে ১০.১৫টা পর্যন্ত এই অবরোধ চলে বলে জানা গেছে। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ১৮ সেপ্টেম্বর একটি টাটাসুমো গাড়ি জাতীয় সড়কে ষাঁড়কে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় ষাঁড়টিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা চাঁদা তুলে ষাঁড়টির চিকিৎসার ব্যবস্থা করে।
জাতীয় সড়কের পাশে ত্রিপলের একটি চালা করে ষাঁড়টিকে রাখার ব্যবস্থা হয়। কিন্তু সোমবার গভীর রাতে কে বাকারা ষাঁড়টিকে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এরপরেই ক্ষুব্ধ এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে। কাঁথি থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।
বিক্ষোভকারীরাজানিয়েছেন, পুলিশ যদি ষাঁড়টিকে উদ্ধার করতে না পারে বা যারা তাকে যারা নিয়ে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তাদের পাকড়াও না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তাঁরা। তবে পুলিশ বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলে দিয়েছে।