পূর্ব মেদিনীপুর.ইন : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে সবং থানার সৌজন্যে সবংযের বাড়জীবন মাঠে অনুষ্ঠিত হল সৈকত কাপ ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুটি মহিলা ফুটবল দল। এই খেলা দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
লড়াইয়ের ময়দানে নামে দাঁতন থানা ও সবং থানা’র মহিলা ফুটবল দল। হাড্ডাহাডদি লড়াইয়ের শেষে এই প্রতিযোগিতায় জয়লাভ করে দাঁতন থানার মহিলা ফুটবল দল। প্রতিযোগিতাটি উপভোগ করতে ময়দানে ভীড় জমান বহু এলাকাবাসী।
এই প্রতিযোগিতায় খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন দিলীপ সেনাপতি। উপস্থিত ছিলেন সবং থানার ওসি অমিত অধিকারী, SI সুজিত ঘোষ, দাঁতন থানার ওসি।
পুলিশ কর্তারা জানান, মোবাইলের দৌলতে এলাকায় খেলাধুলোর চর্চা হারিয়ে যেতে বসেছে। এই চর্চা ধরে রাখার জন্যই জেলা পুলিশের উদ্যোগে এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp