পূর্বমেদিনীপুর.ইন : সামাজিক দায়বদ্ধতার নিরিখে রাজ্যের বিভিন্ন জেলায় রক্তদানে এগিয়ে এল প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেন প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান (UUPTWA)।
বৃহস্পতিবার সংগঠনের দূর্গাপুর উত্তর চক্রের উস্থীয়ানরা রক্তদানের আয়োজন করেন। স্থানীয় গৌরীদেবী হাসপাতালের সহযোগিতায় রক্তদান শিবিরটি সম্পন্ন হয়েছে। যেখানে নবীন, প্রবীন শিক্ষক শিক্ষিকারা রক্তদানে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।
যার মধ্যে অনেকেই এই প্রথমবার রক্তদানের মতো মহান কাজে অংশগ্রহণ করায় এই ইভেন্টটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। টিম UUPTWA বর্ধমান পূর্বের মতো এবারও PRT আদায়ের লক্ষ্যে অগ্রসর হওয়ার সমান্তরালে রক্তদানের মতো মহৎ কর্মকান্ড সম্পন্ন করেছে।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp