পূর্বমেদিনীপুর.ইন : রাজ্য সরকারী দফতরে চাকরী পাইয়ে দেওয়ার নামে প্রতারণার দায়ে গ্রেফতার হয়েছে দু’জন। ধৃতরা হল সায়ন শী ও সুভাষ মাইতি।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার পুলিশ এই দু’জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে নিয়ে গেলে বিচারক তাঁদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পটাশপুর থানা এলাকার বাসিন্দা এই দুই ব্যক্তি গত প্রায় এক বছর আগে ভূপতিনগর থানার দীঘাদাঁড়ি গ্রামের বিশ্বজিৎ পাত্রের কাছে নিজেদের সরকারী কর্মী হিসেবে পরিচয় দেয়। এবং তাঁকে চাকরী পাইয়ে দেওয়ার নামে প্রায় ১লক্ষ টাকা নেয়।
এরপর বেশ কয়েক মাস কেটে গেলেও চাকুরি না হওয়ায় টাকা ফেরৎ চায় ওই যুবক। কিন্তু সেই টাকা ফেরত দিতে রাজী হয়নি দুই যুবক বলে অভিযোগ। বুধবার সকালে কাঁথি শহরে দুই যুবককে দেখতে পেয়ে টাকা ফেরৎ চায় বিশ্বজিৎ।
তারপরেই দুই যুবককে আটক করে মারধর শুরু করে কয়েকজন যুবক। ঘটনার খবর পেয়ে দুই যুবককে উদ্ধার করে কাঁথি থানায় নিয়ে আসেন। বুধবার গভীর রাতে চাকুরী প্রার্থী যুবক থানার অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে পুলিশ তাঁদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত সায়ন শী সেচ দপ্তরের অস্থায়ী কর্মী। এই ঘটনার আরও কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতদের হেফাজতে নেওয়া হয়েছে। সায়ন শী নিজেকে রাজ্য সেচ দপ্তরের বড় অফিসার বলে দাবি করে দুই যুবকের কাছ থেকে টাকা নিয়েছে বলে কাঁথি থানা সূত্রে জানা গেছে।
জেলা খবরের আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp