পূর্ব মেদিনীপুর : সরকারী চাকরী পাইয়ে দেওয়ার নামে বাড়িতে রীতিমতো ব্যবসা ফেঁদে বসেছিল পূর্ব মেদিনীপুরের ময়না থানার আরংকিয়ারানার বাসিন্দা অলোক মাইতি। বেশ কয়েক বছর ধরে প্রাইমারি, আপার-প্রাইমারি এমনকি গ্রুপ ডির বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে বহু বেকার যুবক যুবতীদের কাছ থেকে বিপুল পরিমানে টাকা তোলার অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে।
অবশেষে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বুধবার অলোক’কে গ্রেফতার করেছে ময়না থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে তমলুক আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যারা ওই ব্যক্তির সঙ্গে চাকরীর জন্য যোগাযোগ করেছিলেন তাঁরা বিষয়টি নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন বলে খবর।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে বেশ কিছু মার্কশিট, অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত হয়েছে। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে এদের সম্পর্ক কি তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না থানার ওসি গোপাল পাঠক জানিয়েছেন, আজ ধৃত ব্যক্তিকে আদালতে নিয়ে আসা হয়েছে। বিচারকের রায়দানের পরেই এই মামলার বিষয়ে বিস্তারিত জানানো যাবে।