পূর্বমেদিনীপুর.ইন : সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার গেঁওখালী এলাকায় রূপনারায়ণ নদীর পাড় থেকে উদ্ধার হল এক যুবকের হাত-পা বাঁধা অর্ধদগ্ধ মৃতদেহ। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় মহিষাদল থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেওখালী থেকে আশ্রমের দিকে যাওয়ার রাস্তায় নদীর পাড়ে দেহটিকে দেহতে পান স্থানীয় প্রাতঃভ্রমণকারীরা।
স্থানীয়দের দাবী, ওই যুবকের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে। তাঁর হাত, পা ও গলায় দড়ি বাঁধা। ঘটনাটি যে খুন সে বিষয়ে একপ্রকার নিশ্চিত পুলিশ। তবে তাঁর পরিচয় কি সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, যুবকটিকে ঘটনাস্থলে খুন করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এর ফলে তাঁর পরিচয় এখনও উদ্ধার হয়নি। পাশাপাশি থানায় কোনও নিখোঁজের অভিযোগও এখনও আসেনি।
মহিষাদল থানা সূত্রে জানা গেছে, দেহটিকে আজ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। কিভাবে যুবকের মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরেই পরিষ্কার হবে। পাশাপাশি মৃতের পরিচয় উদ্ধার হলে খুনের মোটিভ সহ দুষ্কৃতীদের বিষয়েও তদন্তে অগ্রগতি হবে বলে প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর।