মহিষাদল, পূর্ব মেদিনীপুর : আজ বুদ্ধ পূর্ণিমা। সকাল থেকে নদীতে জলের গতিবেগ ভয়ানক। এমন অবস্থায় রূপনারায়ণ নদীতে স্নান করতে নেমেছিলেন এক প্রৌঢ়। সে সময় প্রবল জলের তোড়ে সবার চোখের সামনেই নদী গর্ভে তলিয়ে গেলেন ওই বৃদ্ধ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিখোঁজ বৃদ্ধের নাম নন্দু ভকত (৭৫)। তিনি গেওখালী এলাকারই বাসিন্দা। অবিবাহিত ওই বৃদ্ধ প্রতিদিন রূপনারায়ন নদীতে স্নান করেন। সেমবার সকালেও তিনি গেঁওখালী বাজার সংলগ্ন লোকনাথ মন্দিরের পাশের ঘাটে নদীতে স্নানে নেমেছিলেন। কিন্তু জলের ধাক্কায় তিনি হঠাৎই ভেসে যেতে থাকেন।
সেসময় আশেপাশে থাকা লোকজন ঘটনাটি দেখে চিৎকার জুড়ে দেন। তবে মুহুর্তেই নদীর গভীর জলে তলিয়ে যান তিনি। স্থানীয়রা জানিয়েছেন, পূর্ণিমার ভরা কোটালে আজ নদীর জল ভীষণ উত্তাল। সেই সঙ্গে জলের উচ্চতা ও গতিবেগও যথেষ্ট। এই কারনেই ওই বৃদ্ধ তলিয়ে গেলেন।