পূর্বমেদিনীপুর.ইন : তৃণমূলের তরফে এবার একঝাঁক নতুন মুখ প্রার্থী তালিকায় ঠাই পেয়েছে। যার মধ্যে সিনেমা জগত থেকে আসা একাধিক নতুন মুখ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আবার অনেক ক্ষেত্রে পুরানো প্রার্থীদের সরিয়ে এক্কেবারে নতুন মুখ জেলার প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। তাই কোথাও যেমন খুশীর হাওয়া তেমনই কোথাও আবার অভিমান দানা বেঁধেছে। তবে এবারের নির্বাচনে বিপুল ভোটে জেতার ব্যাপারে পুরোপুরি আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার কালীঘাট থেকে তিনি রাজ্যের ২৯১ আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। শুধুমাত্র পাহাড়ে ৩টি আসন ছেড়ে রেখেছেন, বিমন গুরুং সহ অন্যদের জন্য। এবার রাজ্যে তৃণমূল একক শক্তিতেই লড়াই করছে বলে তৃণমূল নেত্রী ঘোষণা করেছেন। দেখে নিন গোটা রাজ্যের তৃণমূলের প্রার্থীদের তালিকাটি।
Page-1
Page-2
Page-3
Page-4
Page-5
Page-6
Page-7
Page-8
Page-9
Page-10
Page-11
Page-12
Page-13