চন্দন বারিক, পূর্বমেদিনীপুর.ইন : বুধবার গভীর রাতে এটিএম ভেঙে টাকা লুঠ করতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে সৈকত শহর দিঘায়।
বৃহস্পতিবার ধৃত যুবককে কাঁথি মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে দিঘা থানা সূত্রে জানানো হয়েছে। ধৃত যুবকের নাম সাদ্দাম হোসেন(২২)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা এলাকায়।
পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে নিউ দিঘার ক্ষণিকা মার্কেটে সমূদ্রের দিকে যাওয়ার রাস্তার ওপর রয়েছে প্রহরীবিহীন বেসরকারী ব্যাঙ্কের এটিএমটি। পাশেই রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম।
রাত্রি প্রায় ৩টের পর ওই এটিএম-এর পেছনের হোটেলের সুরক্ষা কর্মী কিছু অস্বাভাবিক আওয়াজ শুনে চুপিসাড়ে এসে দেখেন এটিএম ভাঙছে এক দুষ্কৃতী। এরপরেই তিনি স্থানীয় কয়েকজন রিক্সা চালককে ডেকে আনার পর তাঁরা কোনওক্রমে এটিএমের দরজা টেনে ধরেন বাইরে থেকে।
তারপরেই খবর দেওয়া হয় দিঘা থানায়। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। দিঘা থানা সূত্রে জানানো হয়েছে, গামছায় মুখ ঢেকে ওই যুবক এটিএমের সিসিটিভি ক্যামেরা আগে ভেঙে দেয়। এরপর এটিএমটিকেও প্রায় খুলে ফেলেছিল।
পরে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত যুবক জানায়, সে কাজ খোঁজার নাম করে দিন ১৫ আগে দিঘায় এসেছিল। এরপর অস্থায়ী ভাবে একটি জায়গায় বসবাস করার পাশাপাশি সবদিক ভালো করে খতিয়ে দেখে এই এটিএমে চুরির পরিকল্পনা করেছিল সে একাই।
তবে পুলিশ ওই যুবকের কথায় বিশ্বাস করতে পারছে না। একটি ছেলের পক্ষে অজ্ঞাত জায়গায় এসে এভাবে এটিএম চুরির চেষ্টা অস্বাভাবিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।