পূর্ব মেদিনীপুর : আচমকাই ভয়াবহ আগুন ধরে গেল একটি তেল ভর্তি ট্যাঙ্কারে। বৃহস্পতিবার দুপুর নাগাদ হলদিয়া মেছেদা ১১৬ জাতীয় সড়কের সোনাপেতা টোল প্লাজার কাছে চলন্ত ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা গণেশ মাইতি জানিয়েছেন, গাড়িটিতে আচমকাই আগুন ধরে গিয়েছে। সেই সময় চালক কোনও ক্রমে গাড়ি ছেড়ে নেমে পালিয়ে আসে। ইঞ্জিনের ভেতর দিক থেকে কোনও ভাবে আগুন ধরে গিয়েছে। তবে কিভাবে এমন ঘটনা তা এখনও পরিষ্কার নয়।
এর ঘটনার জেরে টোল প্লাজা এলাকায় ব্যাপক ভীড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আতংকে বেশ খানিকটা সময় যানজট তৈরী হয় রাস্তায়। তবে পুলিশ এসে দ্রুত গাড়িটির আগুন নেভানোর কাজে হাত লাগায়। সেই সঙ্গে রাস্তার যানজট দ্রুত মুক্ত করে দেয়।
মোবাইলে নিউজ আপডেটপেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন, ক্লিক করুন Whatsapp