মহিষাদল : স্কুলে স্কুলে নাট্য প্রশিক্ষণের এক অনন্য নজির গড়ে তুলছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের জনপ্রিয় নাট্য সংস্থা শিল্পকৃতি। সদ্য এই সংস্থার নাট্য প্রশিক্ষণ আয়োজিত হয়ে গেল মহিষাদলের পূর্বশ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে। খুদে কচি কাঁচাদের হাতেনাতে নাট্যচর্চার প্রশিক্ষণ দেন শিল্পকৃতির প্রধান স্থপতি সুরজিৎ সিনহা।
শিল্পকৃতি ইতিমধ্যে দেশজুড়ে একাধিক মঞ্চে তাঁদের অভিনয় শৈলীতে যথেষ্ট প্রশংসা অর্জন করেছে। মহিষাদলে সংস্থার গৃহে প্রতিনিয়ত নাট্যচর্চার আসর বসে। এবার সংস্থার লক্ষ্য প্রত্যন্ত এলাকা থেকে জীবনের শুরু থেকেই নাট্যচর্চায় অংশ নিক ছাত্রছাত্রীরা। এর ফলে একদিকে যেমন সুন্দর মননশৈলী গড়ে উঠবে সেই সঙ্গে সুস্থ সমাজও পাবে আগামীর প্রজন্ম।