মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : জামাইষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়েছিল গতকাল রাতে। আর তার পরেই সবার অজান্তে বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক যুবক।
যে সময় সব বাড়িতেই জামাইষষ্ঠীর আবেগে ভাসছেন মানুষজন, ঠিক সেই সময়ই এক জামাইয়ের এমন করুণ পরিণতিতে এলাকার বাসিন্দাদের মন ভারাক্রান্ত হয়ে গিয়েছে।
মৃত যুবকের নাম দোলগেবিন্দ বর (২৭)। তাঁর বাড়ি কাঁথি ৩ ব্লকের মারিশদা থানার গোপালপুর গ্রামে। শনিবার সকালে বাড়ির কড়িকাঠে দড়ির ফাঁস লাগানো অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। যুবকের মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।