পূর্বমেদিনীপুর.ইন : স্বরস্বতী পুজো দেখে একা বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে এগরা থানার পুলিশ।
সোমবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত ব্যক্তির নাম শ্যামসুন্দর মাইতি। তাঁর বাড়ি এগরা থানার চাঁদলদা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, রামনগের বাসিন্দা ১২ বছর বয়েসী ছাত্রীটি এগরার কাপাসদা গ্রামে তাঁর মামা বাড়িতে থেকে পড়াশোনা করে। রবিবার দুপুরের দিকে স্বরস্বতী পুজো দেখে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে দিনমজুরের কাজ করা শ্যামসুন্দর মাইতি তাঁকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
মেয়েটির চিৎকার করলে তাঁকে খালে ফেলে দেয় ওই ব্যক্তি। এরপর কোনওক্রমে মেয়েটি সাঁতরে পাড়ে উঠে এসে বাড়িতে ফিরে সব কথা জানায়। এরপরেই তাঁর পরিবারের লোকেরা পুলিশে অভিযোগ দায়ের করে।
অভিযোগ পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এদিন আদালতে মেয়েটির গোপন জবানবন্দী নেওয়া হয়েছে। সেই সঙ্গে ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে। এরই পাশাপাশি মেয়েটির ডাক্তারী পরীক্ষাও করানো হয়েছে।