পূর্বমেদিনীপুর.ইন : নন্দকুমার ব্লকের অন্তগর্ত উঃ নরঘাট এলাকার এক স্বেচ্ছাসেবী পরিবেশ প্রেমিক সংস্থা “নরঘাট কুইজ ফোরাম” এর ব্যবস্থাপনায় ৫ম বর্ষ উপলক্ষ্যে স্বাধীনতা দিবস ও রাখী বন্ধনের দিনে ৫০ জনের হাতে চারা বিতরণের কর্মসূচী পালন করেছে।
সেই সঙ্গে এলাকার দরিদ্র স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের খাতা, কল , জ্যামেতিবক্স, পেনসিল সহ আরও নানান শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে৷ সংস্থার সম্পাদক মহম্মদ শেখ আরেফুল বলেন যে, সমাজের পাশে থাকা আমরা এক স্বপ্নের ফেরিওয়ালা৷ বিভিন্ন কর্মকান্ডে এই সংস্থা সহযোগিতা করে এসেছে আর পরবর্তীতেও করবে৷
তাছাড়া ব্লকের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়ে সেই সমস্ত মানুষদের কিছু বর্ষার সামগ্রী তুলে দেওয়া হয়েছে৷ নরঘাট কুইজ পরিবার গর্বিত এই সমস্ত মানুষদের পাশে পেয়ে৷ তাঁরা শুধু গাছের চারা তুলে দিয়েই কাজ শেষ করেনি, সেই গাছের সঠিক পরিচর্যার জন্যও দায়িত্ব নিয়ে কাজ করে চলেছে৷
এছাড়াও স্বাধীনতা দিবসের স্মরণীয় ঘটনাক্রমকে নিয়ে সারা বাংলা ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো৷ সেখানে পূর্বমেদিনীপুরের সেরা ৫জন ক্যুইজ মাস্টার সহ ইন্ডিয়ান রেলওয়ে ও মেদিনীপুর সমন্বয় সংস্থার সম্পাদক মহাশয় উপস্থিত ছিলেন৷
এছাড়া পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলা বা বিভিন্ন এলাকা থেকে তুখোড় তুখোড় ক্যুইজাররা উপস্থিত হয়েছিলেন এই প্রতিযোগিতার আসরে৷