পূর্বমেদিনীপুর.ইন : রবিবার বিকেল ৪টে নাগাদ মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল হলদিয়ার ১৯নং ওয়ার্ডের জেলখানা মোড় এলাকার বাসিন্দারা। ঢালাই রাস্তা ধরে গাড়ি চালাতে গিয়ে তা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার পাশের একটি পুকুরে।
সেই সময় গাড়িতে ছিলেন চালক ও এক সওয়ারী। দরজা ছিল অটো লক করা। জানালার কাঁচও লাগানো। সবার চোখের সামনেই গাড়িটি ক্রমে তলিয়ে যাচ্ছিল জলে। চারিদিক থেকে ভেতরে ঢুকে পড়ছে জল।
ভেতরে তখন বাঁচার জন্য ছটফট করছেন চালক ও সওয়ারি। ঘটনাটি দেখেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গাড়িতে আটক দুই ব্যক্তিকে উদ্ধারের প্রাণপাত চেষ্টা করেও তা বিফল হল। অগত্যা খব্র গেল ভবানীপুর থানায়।
খবর পেয়ে পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। গাড়ির পেছনের ঢাকনার তালা ভেঙে, দরজার তালা ভেঙে কোনও ক্রমে ভেতর থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। তবে ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে। মৃতরা হল রামনারায়ন মন্ডল ও গূরূপদ সিং। তাঁরা হলদিয়ার ভবানীপুর এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।