পূর্বমেদিনীপুর.ইন : শুক্রবার বেলার দিকে হলদিয়ার পেট্রোকেমিক্যাল কারখানার পাশের নয়নজুলি থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খালের জলে ওই ব্যক্তিকে ভেসে থাকতে দেখেন তারা। তবে দেহটিতে যেভাবে পচন ধরেছে তাতে সেটি বেশ কয়েকদিন আগে থেকেই জলে পড়ে রয়েছে বলে ধারণা সবার।
খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করলেও তার পরিচয় কেউই জানাতে পারেনি।
পরে পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। সেই সঙ্গে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়াও মৃতের পরিচয় উদ্ধারে আশেপাশের এলাকায় খোঁজ খবর শুরু হয়েছে।