পূর্বমেদিনীপুর.ইন : বুধবার সকালে অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল হলদিয়ার বাসিন্দারা। সম্প্রতি প্রেমিকের সঙ্গে অন্য একটি মেয়ের সম্পর্ক গড়ে উঠেছে এমন প্রমাণ হাতে পেয়েই ক্ষেপে যান প্রেমিকা।
এরপর প্রেমিককে ফোন করে ডেকে তাকে মারধর ধাক্কাধাক্কি করার পর বাইকে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত প্রেমিকা। ঘটনাটি ঘটেছে হলদিয়া পুরসভার অদূরে বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে।
ঘটনাটি দেখতে পেয়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তবে ততক্ষণে মোটর বাইকটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
পরে হলদিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এলেও ততক্ষণে প্রেমিক ও প্রেমিকা দু’জনেই চলে গেছে ঘটনাস্থল ছেড়ে। পুলিশের একটি সূত্রে জানা গেছে, প্রেমিকা বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের সুরক্ষা কর্মী হিসেবে কর্মরত।
সম্প্রতি প্রেমিকের সঙ্গে অন্য মহিলার সম্পর্কের ভিডিও এসেছে প্রেমিকার হাতে। এতেই ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে প্রেমিককে ডেকে পাঠান তিনি। প্রেমিক যুবক মোটর বাইক নিয়ে এলে তাঁর সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়।
এরপরেই বাইকের তেল চেম্বারের পাইপ খুলে পেট্রোল বের করেই গাড়িতে আগুন ধরিয়ে দেন প্রেমিকা। এমন ঘটনায় বেশ হতচকিত এলাকার বাসিন্দারা। তবে এই ঘটনায় পুলিশে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।