পূর্ব মেদিনীপুর.ইন : স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের মধ্যেই স্ত্রীর ঘাড়ে ধারালো হাঁসুয়ার কোপ বসিয়ে মেরে ফেলল স্বামী। শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে হলদিয়ার সাঁওতালচক এলাকায়।
মৃত গৃহবধূর নাম লক্ষ্মী দাস (২৬)। তিনি পরিচারিকার কাজ করতেন। আর অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ দাস টাউনশীপ এলাকায় একটি ছোটখাট জুতো মেরামতির দোকান রয়েছে। তবে প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ত ওই ব্যক্তি।
শুক্রবার দুপুরে দু’জনেই কাজ থেকে ফিরে আসার পর আবারও সেই বিবাদ শুরু হয়। এরই মাঝে রাগের মাথায় বাড়িতে রাখা ধারালো হাঁসুয়া দিয়ে স্ত্রীর ঘাড়ের পেছন দিকে কোপ বসিয়ে দেয় ওই ব্যক্তি।
স্ত্রী প্রাণঘাতী চিৎকার করে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা ওই ব্যক্তির ওপরে চড়াও হয়ে তাঁকে মারধর করে। পরে খবর পেয়ে টাউনিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
সেই সঙ্গে ঘাতক স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শুধুমাত্র পারিবারিক অশান্তি নাকি এর পেছনে অন্য কোনও কারন লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp