পূর্বমেদিনীপুর.ইন : শুক্রবার ভোরের দিকে আগুনে পুড়ল বিজেপির একটি অস্থায়ী পার্টি অফিস। ঘটনাস্থল হলদিয়া নগর মন্ডল- ১ এর ৬ নং ওয়ার্ডে বালার মোড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার খুব সকালে বালার মোড়ে অবস্থিত পার্টি অফিসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা ছুটে আসেন। তবে ততক্ষণে পার্টি অফিসটি পুরোদস্তুর পুড়ে ছাই হয়ে গিয়েছে।
দেখুন ভিডিওটি-
এই ঘটনায় বিজেপির দাবী, গতকাল ৩ উপনির্বাচনে ফল ঘোষণার পরেই এই কান্ড ঘটিয়েছে শাসক দলের লোকেরা। তাঁদের অভিযোগ, হলদিয়ায় কোথাও বিজেপির পার্টি অফিস খুলতে দেওয়া হয়নি।
যদিও এই ঘটনা বিজেপির অন্তরদ্বন্দের ফল বলেই দাবী শাসক দলের নেতাদের। পাশাপাশি তৃণমূলের দাবী, হলদিয়ায় বিজেপিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই তাঁদের বিষয়ে কেউই কোনও মন্তব্য করতে রাজি নয়।