পূর্ব মেদিনীপুর.ইন : এলাকার মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে হলদিয়া পুরসভার ৬ নং ওয়ার্ডে শুরু হল প্রশিক্ষণ শিবির। পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের সহযোগিতায় বিশ্ব বঙ্গ প্রমীলাশ্রী হস্তশিল্প (প্রশিক্ষণ, উৎপাদন ও বিপণন কেন্দ্র) প্রকল্পে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
তাম্রলিপ্ত প্রতীক ওয়েলফেয়ার মিশন ও জনতার দরবার পরিবারের ব্যবস্থাপনায় একটি সেমিনারের আয়োজন করা হয়। যার নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা জনতার দরবার পরিবারের সভাপতি অর্নব দেবনাথ, সদস্য সেক গোলাম রসুল, আশুতোষ নায়েক প্রমুখরা।
অর্নব দেবনাথ জানিয়েছেন, “আমরা তাম্রলিপ্ত প্রতীক ওয়েলফেয়ার মিশন ও জনতার দরবার পরিবার শুধু হলদিয়া নয়, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রামে গ্রামে মহিলাদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের স্বল্প হারে ব্যাঙ্ক ঋণ পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করি”।
ঋণের টাকায় বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ পাইয়ে দেওয়া হয়। আগামীদিনে যাতে তারা মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা বাড়িতে বসে রোজগার করতে পারে সেই রাস্তা তৈরী করারই উদ্যোগ নেওয়াই সংগঠনের উদ্দেশ্য।