পূর্বমেদিনীপুর.ইন : শনিবার সকালে হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম রাজু সিং (৩৫)। তাঁর বাড়ি ভবানীপুর থানার শোলাট গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে হলদিয়ার সিটি সেন্টারের কাছে রাস্তার পাশে ওই ব্যক্তিকে অস্বাভাবিক ভাবে পরে থাকতে দেখেন এলাকাবাসীরা। তাঁরা তড়িঘড়ি পুলিশে খবর দিলে ভবানী থানার পুলিশ ঘটনাস্থলে এসে জানায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এরপরেই পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে কি কারনে ওই ব্যক্তির মৃত্যু তা পরিষ্কার নয়। অতিরিক্ত মদ্যপানের জন্য মৃত্যু নাকি অন্য কোনও কারনে এই ঘটনা তা নিয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ।
দেহটিকে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে। সেই সঙ্গে মৃতের পরিবারকেও খবর পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাজু সিং-এর পরিবারে রয়েছেন মা ও ভাই এবং তাঁদের পরিবার। তবে রাজু বিয়ে করেনি। সে প্রতিবন্ধী বলে লোকে তাঁকে ‘কুঁজো’ নামে চেনে সবাই। সামান্য বকশিসেই দিনভর খাটত সে। তবে তার দেহ ময়না তদন্তের পাশাপাশি সৎকার করার মতোও সামর্থ নেই।
তাঁর মা কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালান। ভাইও হলদিয়ায় শ্রমিকের কাজ করে কোনও রকমে দিন গুজরান করেন। কিভাবে তাঁরা দেহের ময়না তদন্তের পাশাপাশি সৎকার করবেন তা নিয়েই দুশ্চিন্তা রয়েছে সকলে।