পূর্বমেদিনীপুর.ইন : নবান্নের নির্দেশে পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও তমলুক মহকুমা স্তরের পুলিশ অফিসারদের বদলির নির্দেশ জারি হয়েছে। শুক্রবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেটের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
যেখানে হলদিয়া মহকুমার পুলিশ আধিকারীক (এসডিপিও) অতীশ বিশ্বাসকে পাঠিয়ে দেওয়া হল জেলা সদর তমলুক মহকুমার পুলিশ আধিকারীক হিসেবে। আর তমলুকের বর্তমান এসডিপিও সব্যসাচী সেনগুপ্তকে পাঠানো হল ডেপুটি এসপি, সিআইডি পদে।
অন্যদিকে ডেপুটি এসপি, সিআইডি পদে কর্মরত তন্ময় মুখার্জীকে হলদিয়া মহকুমার পুলিশ আধিকারীক করা হয়েছে। প্রসঙ্গতঃ কিছুদিন আগে পর্যন্ত তন্ময়বাবু হলদিয়া মহকুমা পুলিশ আধিকারীক হিসেবে কর্মরত ছিলেন।
তবে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই তাঁকে সিআইডিতে বদলী করে দেওয়া হয়। এবার নতুন করে তাঁকে হলদিয়াতেই আবারও ফিরিয়ে আনা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।