নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর) : শনিবার রাতে নদীতে নোঙর থাকা অবস্থায় জলের তোড়ে উল্টে গেল মাছ ধরার আস্ত একটি ট্রলার। সেই সময় ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবি জলে ঝাঁপিয়ে প্রাণ বাঁচাতে গেলেও ৩ জন জলের তোড়ে তলিয়ে গিয়েছে বলে জানা গেছে।
বাকি ১১জন সাঁতরে পাড়ে উঠে আসেন। তবে ট্রলারের খোলের মধ্যে থাকা চালক ভেতরেই আটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত চালকের নাম প্রদীপ মান্না। তিনি কাঁথির মশাগাঁ গ্রামের বাসিন্দা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কেন্দেমারী এলাকায় হলদি নদীর গঙ্গামেলা ঘাটে।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে এলেও জলের তোড়ে উদ্ধার কাজ ব্যহত হয়। পরে ভোরের দিকে জলের উচ্চতা কিছুটা কমলে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের ভেতর থেকে চালকের মৃতদেহটিকে উদ্ধার করে হয়েছে। এই ঘটনার খবর পেয়েই সকালে ডেপুটি ম্যাজিস্ট্রেট কিশোর বিশ্বাস, বিডিও সুমিতা সেনগুপ্ত সহ নন্দীগ্রাম থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
তবে নিখোঁজদের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে মা করুণাময়ী নামের ট্রলারটিকে নিয়ে মৎস্যজীবিরা হলদি নদীর ওপর নন্দীগ্রামের কেন্দেমারী ঘাটের কিছু দূরে নোঙর করে খাওয়া দাওয়া সারছিল।
সেই সময় আচমকাই ট্রলারটি প্রবল জলের তোড়ে উল্টে যায়। প্রাণ বাঁচাতে নদীর স্রোতে মৎস্যজীবিরা জলে ঝাঁপ দিলেও ৩ জন জলের তোড়ে হারিয়ে যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।